বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি, একমাত্র ক্রিকেটের মাধ্যমেই সব লেভেলের মানুষকে এক কাতারে দাড় করায়। বাংলাদেশে বর্তমানে চলছে ক্রিকেট উৎসব, ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের তৃতীয় আসর। বিপিএলের অকশন থেকে শুরু করে দল গঠন সব নিয়েই চলছে চুল ছেড়া বিশ্লেষণ। এই উৎসবের মধ্যেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।।
.
তিন ওয়ানডে দুটি টি-২০ খেলতে ৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরকে সামনে রেখে প্রস্তত হচ্ছে টাইগার সমর্থকরাও। সিরিজটিকে কেন্দ্র করে দারুন মাইলফলকের সামনে দাড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল, প্রথমবারের মত টানা পঞ্চম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সামনে টাইগাররা। গতবছর ঠিক এই সময়ে শুরু করে একে একে জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দ. আফ্রিকা দিয়ে আবারো সামনে জিম্বাবুয়ে।
.
বাংলাদেশের বর্তমান অবস্থা যা তাতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় কঠিন হবে বলে মনে হয় না, আশা করছি টাইগাররা ধারাবাহিতা ধরে রেখে আমাদের উপহার দিবে টানা পঞ্চম সিরিজ জয়ের আনন্দ।
ম্যাচের তালিকা |
No comments:
Post a Comment