Sunday 25 October 2015

কি জিনিস ABD!

অবৈধ 'ব্যাটিং' অ্যাকশনের জন্য নিষিদ্ধ এবিডি ভিলিয়ার্স ! --------------------------------------------- --------------- ----------- ব্যাটিং অ্যাকশনের উপর কোন নীতিমালা থাকলে ভারত সিরিজের আগে এরকমই একটা হেড লাইন দেখতে হতো হয়তো ক্রিকেট বিশ্বকে। ভারত শাসিত আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড এসব বিষয়ে খুব দক্ষ। ভারতের মাটিতে ভারতের এই নিশ্চিত সিরিজ হারের যদি আমরা শুনি ব্যাটিং এর উপর নীতিমালা প্রয়োগ করতে চাইছে আইসিসি তাহলে বিস্মীত হবার কিছু নেই। সেখানে এটাও থাকতে পারে ৩৬০ ডিগ্রি ব্যাটিং ক্রিকেটীয় আইনে নিষিদ্ধ করা হলো নইলে ভারতীয় বোলাররা দিন দিন অসহায় পড়ছে, ব্যাট - বলে ভারসম্য আনতে এই সিদ্ধান্ত দক্ষিন আফ্রিকার আজকের ম্যাচের ৪৩৮ রান ভারতের বিপক্ষে যেকোন দলের সর্বোচ্চ, আবার এই ম্যাচেই ঘটেছে আরেক বিস্ময় কর ঘটনা! এক ম্যাচে হয়েছে ৪ সেঞ্চুরী! কি ভুল বললাম? ভুল মনে হতেই পারে কারন সেঞ্চুরী করেছে কুইনটন ডি কক, ডু প্লেসিস আর এবিডি ভিলিয়ার্স ! ৩ জন হলো? আর কাউকে খুঁজে পাচ্ছেন না? আরেহ ভুবনেশ্বর কুমারের কথা ভুলে গেলেন? আরেহ ইনিও সেঞ্চুরী করেছেন ! ১০ ওভার বল করে দিয়েছেন ১০৬ রান! সেঞ্চুরীর তালিকা থেকে তাকে বাদ দেই কি করে বলুন। যাই হোক এবিডি ভিলিয়ার্স - ডুপ্লেসিসরা যেভাবে ভারতকে ভারতের মাটিতে লজ্জা দিয়ে যাচ্ছে তাতে ভারত একটু নড়ে চড়ে বসবে হয়তো।
blogger.com/blogger.g?blogID=7360770562556348240#editor/target=post;postID=5770076452242935768
 ABD

No comments:

Post a Comment