মহানায়ক
ইঞ্জুরি পাওয়া অবস্তায় |
আহারে! |
এ দুনিয়ায় আমি অনেক খেলোয়ায় কে দেখে ছ যারা একটু ছোট ইঞ্জুরিতে পরলেই খেলা থেকে অবসর নিয়ে নেয় পাচে তাদের জিবনের হুমকি না আসে বেচে থাকার,এমন অনেক উদাহরন আছে,আমি সেই দিকে জাব না্,আমি ছোট্ট একটা উদাহরন দিব এন্দ্রেউ ফ্লিনটফ(ইংল্যান্ড এর সাবেক অল্রাউন্দার) সামান্য একটু কোমরে চির ধরাতে খেলা থেকে অবসর নিয়ে ছেন কেননা তাদের মরার ভয় আছে অথচ তার ডাক্তার তাকে বলেছিল যে আপনি চাইলে খেলা চালিয়ে যেতে পারেন কিন্তু তিনি তা করেন নি খেলা থেকে অবসর নিয়েছেন।
আর এই দিকে বাংলাদেশ এর মত ছোট দেশে জন্ম নিয়েছেন বলে তিনি খেলা থেকে দূরে থাকতে পারেন নি কেননা তিনি ভাল করেই জানেন যে,তার অভাব কোন ভাবেই পুরন হবার নয় তাই তিনি খেলা টা কে ভাল্বাসার পাশাপাশি দেশের যাতে অপূরণীয় ক্ষতি না হয় তাই তিনি আমাদের জন্য নিজেই নিজের জিবন কে হাতের মুঠিয়ে নিয়ে দেশের জন্য প্রাণ পনে লড়ে জাচ্চজেন।অথচ তিনি একবার দুবার নয় মোট সাত সাত বার হাঁটুতে অস্ত্র পাচার করে দেশের জন্য খেলে যাচ্ছেন,অন্য দিকে তার ফিজিও বলেছেন যে,আভাবে ঝুঁকি নিয়ে খেললে আপনার বিরাত ক্ষতি হতে পারে,ভবিশ্যতে আপনি আর কোন দিন নাও হাটতে পারেন কিন্তু তিনি উত্তরে বলেছিলেন যে,আমাদের মুক্তিযোদ্ধারা নিজের জীবন দিয়ে দেশ কে বাছিয়ে গেছেন আর আমি তো না হাত তে পারলেও বেচে থাকতে পারব,কন ব্যাপার না।
প্রাক্তিচ করার সময়ে |
একটা মানুষ কত টা দেশপ্রেমিক হলে এমন টা বলেন তা আমার চক্ষের কোনের জলটাই বলে দিচ্ছে,মাশরাফি ভাই আপনি যে এই কথা টা যতটা ভালবাশা দিয়ে বললেন টা আমরা কক্ষনই ভয়েও বলতে পারব না।আর এই কারনে আপনি এই যুগের মহান নায়ক,এক কথায় পাগলা ঘোড়া ,আপ্নি আপনার মনের কথা যত টা সহজে বলতে পারেন আমরা টা কল্পনাও করতে পারি না,আপ্নার মত মানুস আছে বলেই আমরা আজ কে নতুন ভাবে বাংলাদেশ কে নিয়ে ভাবতে ছি,আপনার মত মানুষ আছে বলেই আজ আমার হাজার বছর বাচতে ইচ্ছে করে কেননা কোন এক সময় হয়ত আপনার মত আমার এই ছোট দেশ টা কে ভালবাশা দিতে পারি।
আপনাকে নিয়ে লিখতে গেলে হাজার বা লাখো কোটি কবিতা
হাস্পাতালে অসুস্থ অবথায় |
বা প্রবন্ধ লিখা যাবে কিন্তু কখনি আপনার বিসয়ে লিখে শেষ করতে পারব না্,আপনার একটা কথা আমার আজো মনে পরলে বুকটা ধাক্কা দিয়ে অথে,আপনি এক সাংবাদিক ভাই এর প্রশ্নের উত্তর দয়েছিলেন এভাবে,আমার হাঁটু তে ৭ টা অপারেশ্ন সেটা আমি জানি কিন্তু আমি যখন বাংলাদেশের জন্য খেলতে নামি আবং বল হাতে নিয়ে মাঠে যাই আমি ভুলেই যাই যে,আমার পায়ে অপারেশন করা আছে,ভাই আর কত মিথ্যা বিল্বেন আপনি আমরা জানি আপনই দেশের জন্য সিব করতে পারেন তাই আমি বা আমরা আপনার জন্য প্রাণ ভরে দুয়া করি যাতে আপনি আমাদের মাঝে হাহার বছর বিচে থাকেন আমাদের মাঝে প্রেরনার উতশ্য হিসেবে।
No comments:
Post a Comment