আপডেট

BPL এর চুড়ান্ত ৬ টি দলঃ
.
১।ঢাকা গ্রাডিয়েটরর্স,
মালিকানা-বেক্সিমকো গ্রুপ।
.
২।চিটাগং কিংস,
মালিকানা-ডিবিএল।
.
৩।বরিশাল বার্নার্স,
মালিকানা-এক্সিওম গ্রুপ।
.
৪।সিলেট সুপার স্টারস,
মালিকানা-আলিফ গ্রুপ
.
৫।কুমিল্লা লিজেন্ড,
মালিকানা-রয়াল স্পোর্টস লিমিটেড
এবং
.
৬।রংপুর রাইডার্স,
মালিকানা-আই স্পোর্টস লিমিটেড।
.
আপনি কোন দল
সমর্থন করবেন ?

1 comment:

  1. ২৬ অক্টোবর হচ্ছে বিপিএল তৃতীয় আসরের লটারি। টুর্নামেন্টে উদ্বোধনী ২০ নভেম্বর।খেলা শুরুহচ্ছে ২২ নভেম্বর এবং ফাইনাল খেলা ১৫ ডিসেম্বর।
    সেমিফাইনালে থাকছে কোয়ালিফায়ার ও এলিমিনেটর পদ্ধতি। বিদেশী ক্রিকেটার থাকবে রেকর্ড ১৯৬ জন।
    বিপিএল গভর্নিং কাউন্সিল।
    .
    এছাড়াও চুড়ান্ত হয়েছে বিদেশী লিজেন্ড'দের দল।
    প্রথম আসরে বরিশাল বার্নারস হয়ে খেলা #টর্নেডো_গেইল এবারও থাকছেন #বরিশাল_বুলসে।
    .
    অন্যদিকে রংপুরের হয়ে দেখা যাবে শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরাকে, আর তিলকারত্নে দিলশান খেলবেন চট্টগ্রামের হয়ে। এছাড়া ঢাকার হয়ে কুমার সাঙ্গাকারা এবং কুমিল্লার হয়ে শোয়েব মালিক,আফ্রিদি সিলেটের হয়ে বিপিএলের তৃতীয় আসরের অংশ নিবেন বলে বিপিএল সূত্র নিশ্চিত করেছে।
    .
    থাকছি বিধ্বংসী গেইলের Barisal Bulls এর হয়ে।আপনার দলের লিজেন্ড কে??
    অতঃপর মানিক's photo.

    ReplyDelete