Saturday, 6 August 2016

SAKIB'S JAMICA TALWAS into the final CPL 2016

SAKIB'S jamica talwas is into the final by beating Trinbago Knight Riders by 19 runs(D/method). first jamica takes bat and gets 195/7 ,sakib only 19 to 23 balls.....but ANDREW RUSSEL gets a magnificent century in CPL 2016.Later on sakib takes 3wkt when they were bowling.


 here is full highlight



super bolling performance by SAKIB in CPL 2016

at his first bowl he gives few runs but in his next over he proved that why he is no 1 alrounder over the world.First bowl in his 2nd over he give a 4 by HASIM AMLA but secound bowl he is stamping bowl by SAKIB and then sunil nariane and finally BRAVO in his 2nd over. what a over this was,,,,,,magnificent over that is! well done SAKIB!



Friday, 22 July 2016

‘মুস্তাফিজ খুবই স্পেশাল বোলার’

কবে আসবে তুমি! লুক রাইট যেন পথ চেয়ে ছিলেন এত দিন। সাসেক্স অধিনায়কের ব্যাকুলতা বোঝা যাচ্ছিল স্পষ্ট। টুইটারে কিংবা সাক্ষাত্কারে বারবার বলছিলেন, কবে যে আসবে মুস্তাফিজ!
অবশেষে তিনি এলেন। আর এসেই জয় করলেন। কাল ২৩ রানে ৪ উইকেট নেওয়া ম্যাচ সেরা পারফরম্যান্সের পর আসল মুস্তাফিজকে যেন দেখেছেন রাইট। ম্যাচ শেষে অধিনায়কের কণ্ঠে থাকল সেই মুগ্ধতা। এও জানাতে ভুললেন না, মুস্তাফিজকে পেতে কতটা অপেক্ষা করতে হয়েছে তাঁদের, ‘ওকে এখান পর্যন্ত আনাতেই বেশ ঘাম ঝরেছে আমাদের। ওকে মাঠে নামাতে অনেক মানুষের কঠোর পরিশ্রম আছে। এত সময় আর চেষ্টার ফলটাই এখন আমরা দেখতে পাচ্ছি।’
মুস্তাফিজকে আগে কখনো সামনে থেকে বল করতে দেখেননি। সেই দেখার অভিজ্ঞতা থেকে রাইট বললেন, ‘ও খুবই স্পেশাল বোলার। মাঠে নেমেই ও যে খেলাটা খেলল, সেটা দেখতে পাওয়াও স্পেশাল।’
সাসেক্সের কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। টুর্নামেন্টের নকআউট পর্বের যেতে এখন প্রতিটা ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ। আজই ওভালে সারের বিপক্ষে মাঠে নামবে দল। নিজের টুইটারে এই মুস্তাফিজের প্রশংসা করার পাশাপাশি এ ম্যাচের কথাও মনে করিয়ে দিয়েছেন রাইট, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্দান্ত এক জয়। আগামীকাল (আজ) অনেক বড় একটা ম্যাচ অপেক্ষা করছে। মুস্তাফিজের জন্য অপেক্ষা করার ফল পেলাম। কী স্পেশাল এক প্রতিভা!’
মুস্তাফিজের খেলায় চোখ রাখছিলেন তাঁর আইপিএল দলের কোচ টম মুডি। মুডিও টুইট করেছেন, ‘ম্যাচ জেতানো পারফরম্যান্স দিয়েই আবারও মুস্তাফিজের খেলায় ফেরা দেখতে দারুণ লাগল। ২৩ রানে ৪ উইকেট!’
সাসেক্সের জন্য বাঁচা মরার ম্যাচটিতে দারুণ জয় পাওয়ায় রাইট আশাবাদী পরের ম্যাচগুলো নিয়েও, ‘আজকে রাতে হেরে গেলে আমাদের জন্য টুর্নামেন্টই শেষ হয়ে যেত। এখনো আমাদের বেশ সুযোগ আছে। ওভালে দারুণ এক দলের বিপক্ষে আমাদের ম্যাচ আছে। পরের সপ্তাহে হোভে গ্ল্যামরগনের বিপক্ষেও অনেক বড় ম্যাচ।’
বাংলাদেশেও এখন সাসেক্সের অনেক সমর্থক হয়ে গেছে। সবাই নিশ্চয়ই চাইবে দল যেন কোয়ার্টার ফাইনালে ওঠে। তাহলে যে আরও বেশি ম্যাচে খেলবেন মুস্তাফিজ। আপাতত ওয়ানডেসহ আর ছয়টি ম্যাচ খেলার কথা আছে তাঁর।

Sunday, 25 October 2015

কি জিনিস ABD!

অবৈধ 'ব্যাটিং' অ্যাকশনের জন্য নিষিদ্ধ এবিডি ভিলিয়ার্স ! --------------------------------------------- --------------- ----------- ব্যাটিং অ্যাকশনের উপর কোন নীতিমালা থাকলে ভারত সিরিজের আগে এরকমই একটা হেড লাইন দেখতে হতো হয়তো ক্রিকেট বিশ্বকে। ভারত শাসিত আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড এসব বিষয়ে খুব দক্ষ। ভারতের মাটিতে ভারতের এই নিশ্চিত সিরিজ হারের যদি আমরা শুনি ব্যাটিং এর উপর নীতিমালা প্রয়োগ করতে চাইছে আইসিসি তাহলে বিস্মীত হবার কিছু নেই। সেখানে এটাও থাকতে পারে ৩৬০ ডিগ্রি ব্যাটিং ক্রিকেটীয় আইনে নিষিদ্ধ করা হলো নইলে ভারতীয় বোলাররা দিন দিন অসহায় পড়ছে, ব্যাট - বলে ভারসম্য আনতে এই সিদ্ধান্ত দক্ষিন আফ্রিকার আজকের ম্যাচের ৪৩৮ রান ভারতের বিপক্ষে যেকোন দলের সর্বোচ্চ, আবার এই ম্যাচেই ঘটেছে আরেক বিস্ময় কর ঘটনা! এক ম্যাচে হয়েছে ৪ সেঞ্চুরী! কি ভুল বললাম? ভুল মনে হতেই পারে কারন সেঞ্চুরী করেছে কুইনটন ডি কক, ডু প্লেসিস আর এবিডি ভিলিয়ার্স ! ৩ জন হলো? আর কাউকে খুঁজে পাচ্ছেন না? আরেহ ভুবনেশ্বর কুমারের কথা ভুলে গেলেন? আরেহ ইনিও সেঞ্চুরী করেছেন ! ১০ ওভার বল করে দিয়েছেন ১০৬ রান! সেঞ্চুরীর তালিকা থেকে তাকে বাদ দেই কি করে বলুন। যাই হোক এবিডি ভিলিয়ার্স - ডুপ্লেসিসরা যেভাবে ভারতকে ভারতের মাটিতে লজ্জা দিয়ে যাচ্ছে তাতে ভারত একটু নড়ে চড়ে বসবে হয়তো।
blogger.com/blogger.g?blogID=7360770562556348240#editor/target=post;postID=5770076452242935768
 ABD

Saturday, 24 October 2015

টানা পঞ্চম দিপাক্ষিক সিরিজ জয়ের সামনে টাইগার রা!

টানা পঞ্চম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সামনে দাড়িয়ে টাইগাররা .
বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি, একমাত্র ক্রিকেটের মাধ্যমেই সব লেভেলের মানুষকে এক কাতারে দাড় করায়। বাংলাদেশে বর্তমানে চলছে ক্রিকেট উৎসব, ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের তৃতীয় আসর। বিপিএলের অকশন থেকে শুরু করে দল গঠন সব নিয়েই চলছে চুল ছেড়া বিশ্লেষণ। এই উৎসবের মধ্যেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।।
.
তিন ওয়ানডে দুটি টি-২০ খেলতে ৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরকে সামনে রেখে প্রস্তত হচ্ছে টাইগার সমর্থকরাও। সিরিজটিকে কেন্দ্র করে দারুন মাইলফলকের সামনে দাড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল, প্রথমবারের মত টানা পঞ্চম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সামনে টাইগাররা। গতবছর ঠিক এই সময়ে শুরু করে একে একে জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দ. আফ্রিকা দিয়ে আবারো সামনে জিম্বাবুয়ে।
.
বাংলাদেশের বর্তমান অবস্থা যা তাতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় কঠিন হবে বলে মনে হয় না, আশা করছি টাইগাররা ধারাবাহিতা ধরে রেখে আমাদের উপহার দিবে টানা পঞ্চম সিরিজ জয়ের আনন্দ।

টানা পঞ্চম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সামনে দাড়িয়ে টাইগাররা . বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি, একমাত্র ক্রিকেটের মাধ্যমেই সব লেভেলের মানুষকে এক কাতারে দাড় করায়। বাংলাদেশে বর্তমানে চলছে ক্রিকেট উৎসব, ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের তৃতীয় আসর। বিপিএলের অকশন থেকে শুরু করে দল গঠন সব নিয়েই চলছে চুল ছেড়া বিশ্লেষণ। এই উৎসবের মধ্যেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।। . তিন ওয়ানডে দুটি টি-২০ খেলতে ৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরকে সামনে রেখে প্রস্তত হচ্ছে টাইগার সমর্থকরাও। সিরিজটিকে কেন্দ্র করে দারুন মাইলফলকের সামনে দাড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল, প্রথমবারের মত টানা পঞ্চম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সামনে টাইগাররা। গতবছর ঠিক এই সময়ে শুরু করে একে একে জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দ. আফ্রিকা দিয়ে আবারো সামনে জিম্বাবুয়ে। . বাংলাদেশের বর্তমান অবস্থা যা তাতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় কঠিন হবে বলে মনে হয় না, আশা করছি টাইগাররা ধারাবাহিতা ধরে রেখে আমাদের উপহার দিবে টানা পঞ্চম সিরিজ জয়ের আনন্দ।
 ম্যাচের তালিকা

Friday, 23 October 2015

বিবেক vs বাংলাদেশ ও আশরাফুল!

বাংলাদেশ যখন প্রতিটা  দলের কাছে জাচ্চে তাই ভাবে হারত,তখন বাংলাদেশের মানুষ খেলাটার প্রতি মায়া টা ছেরেই দেওয়ার উপক্রম ঠিক সেই সময়ে বাংলাদেশ ক্রিকেট দলে এমন একজন জুব্রাজের আগমন ঘটল যে বাংলাদেশ কে একদম পাল্টে দিল তার নিপুম হাতের কিছু অসাধারন সব সতে,বাংলাদেশ হারত তবুও মানুষ খেলা দেখে অনেক শান্তি পেত এই ভেবে যে, আমরা আমাদের একজন সাহসি মানুষ পেলাম যে আমাদের দেশের হয়ে লরাকু মন ভাব নিয়ে খেলতে নামে।
তিনি এমনি একজন বর মাপের খেলয়ার ছিলেন যাকে দেখলে বিশ্যের সব বাঘা বাঘা বলার রা ভয় পেত তার বিরুদ্ধে বল করতে।তিনি বাংলাদেশ এর খেলা টাকে একদম পাল্টে দিয়েছিলেন,বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া বা আফ্রিকার খেলা দেখে খেলা শিখত আর ভাবত কবে এমন খেল্ব ঠিক তখনি আমাদের এই জুব্রাজ তাদের একাই হারিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছিল যে, বাঙ্গালিরা হারতে জানে না জবাব ও দিতে পারে।

আর টেস্ট ক্রিকেট কি বাংলাদেশ তা জান্ত দু চোখের মনির মত জা হাতের নাগালের বাইরে, খেলতে তো পারতই না বরং আফছস করত অন্যদের খেলা দেখে তারা কেমনে খেলে বা কেমনে সেঞ্চুরি মারে কিন্তু এই ভয় টাও দূর করে দিয়ে ছিল সেই ১৬ বছরের বিশ্বয় বালক টি যাকে কিনা দক্ষিন এশিয়ার  ছোট তেব্দুলকার বলা হয়ছিল,যাকে এখনো রিকি পন্দিং এর মত সেরা বা লিজেন্দ খেলয়ারেরা ভুলতে পারে নাই তার আগ্রাসি খেলার কারনে।


আমার এখনো মনে আছে ২০০৭ এর প্রথম টি২০ বিশ্বকাপে মাত্র ২০ বলে ৫০ করা ম্যাচ টি যা  ঐ টুর্নামেন্ট এ প্রথম এবং ওটাই সেরা ছিল সেমি ফাইনাল অবধি।

তাঁকে আজিবন মনে রাখতে হবে তার মহান ক্রিতির জন্য কেননা এই লোকটি  মানুসের ও দেশের জন্য খেলা টা খেলে গেছেন নিজের কথা কোন দিন ভাবেনাই।তার অবদান আমরা তো নই বরং যারা খেলাটা কে বুঝেন তারা তাঁকে বুলতে পারবেনা।
   
আজ আমরা সাকিব, মুশফিক বা তামিম কে নিয়ে নাচা নাচি করি ,এই তারাই তার খেলা দেখে আজ এই পরজায়ে,তাকে ফলো করে তারা আজ কে বাংলাদেশের সেরা খেলয়ার,তাদের বাবা মা বলত তাদের কে যে, তাঁর মত করে খেলতে পারলে খেল আর না হলে বাদ দে এসব। কিন্তু আজ সেই লোকটি কোথায় ,কোথায়  তাঁর ঐ দিন গুলো যে দিন গুলি তে এক জন ভাল ছাত্র স্কুলে জেট না তাঁর খেলা দেখার জন্য।আমরা তাঁর কথা আসলেই ভুলে গেছি,তাকে আর কেউ সরন করে না, আমরা জাতি টাই এমন অতিতের কাউ কে মনে রাখতে চাই না।

 জি! আমি সেই মুহাম্মদ আশরাফুলের কথাই বলতেছি,এই সেই মহা নায়ক যাকে আমি গল্পের সুরুতে ত্র্যজেদির নায়ক বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নি কেননা আমি তাকে এখন ও ভাল্বাশি, তাকে এখনো মিস করি,তার খেলা  দেখার জন্য এখন ও  আমার বুক তা হাহাকার করে কেন  না সে আমার জীবনের প্রথম প্রেম ছিল তাই হয়ত তাঁকে ভোলা টা কথিন আমার জন্য।কথা গুলো বলতে আসলেই আমার ভিতর টা ফেটে কেঁপে উত্তেছে কিন্তু বেশি ভালবাসি কিনা তাই না বললে আমার মাঝে তা  তির হইয়ে জমা থাকবে।


গত কালের বিপিএল এর নিলাম টা পুরা টা দেখেছি,যদি আমাদের মহা নায়ক কে নিলামে তলা হয় কিন্তু তাঁর কথা আসলেই সবাই ভুলে গেছে তাঁকে ছারাই আমাদের খেলা দেখতে হবে এটা ভাবাতা কত টা কষ্টের শুধু তারাই জানে যারা তাঁর খেলা টা দেখেছে! আন বেশি কিছু বলতে পারতেছিনা গলা টা বেধে আস্তেছে! তারপরেও বলি ,"ভালবাসি তোমায় আশু ভাই"।


https://www.blogger.com/blogger.g?blogID=7360770562556348240#editor/target=post;postID=4358608900883699404
 বাংলার মহা নায়ক