Thursday 15 October 2015

তিনি আতহার আলী খান।
.
বর্তমান সময়ের উঠতি বয়সিরা যাকে একজন আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবেই অধিক যেনে থাকেন।
৬ফুট ২ ইঞ্চির এ অলরাউন্ডার ব্যাটিং এর পাশাপাশি ছিলেন মিডিয়াম পেস বলার।
.
তাকে টেষ্ট দলে কখনই জায়গা দেয়া হয় নি কোন এক কারনে।কিন্তু ১৯ ওডিআই ক্যারিয়ার তাকে দিয়েছে সমসাময়িক লিজেন্ডের খেতাব। ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৮২ রান যা বাংলাদেশের তৎকালীন ব্যাটসম্যানদের ব্যাক্তিগত অর্জনের সর্বোচ্চে ছিল বেশ সময়।
ক্যারিয়ার সেরা বোলিং'য়ের দিনে আউট করেছিলেন আরেক বাঙ্গালি বাবু সৌরভ গাঙ্গুলিকে। ৩৩ রানের বিনিময়ে নিয়েছিল ২উইকেট।
.
১৯৯০ সালে কলকাতার
ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত শ্রীলঙ্কার
বিপক্ষে অপরাজিত ৭৮ রান করেন। এতে
তিনটি বিশাল ছক্কার মার ছিল। কিন্তু দল
হেরে যায়। বিচারকদের বিবেচনায়
তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ
করেন।
.
মোহাম্মদ রফিকের সাথে কেনিয়ার বিপক্ষে ১৩৭ রানের জুটি করেন। আতহার আলী করেন ৪৭ রান।
এরফলে বাংলাদেশ প্রথমবারের মতো
একদিনের আন্তর্জাতিকে জয়লাভের
গৌরব অর্জন করে।
.
বর্তমান বিপিএল তিনি থাকছেন #ঢাকা_ডিনামাইটস হয়ে।

No comments:

Post a Comment