Friday 16 October 2015

আশরাফুলকে যেভাবে অবমাননা করল বিসিবি



আমির,সালমান বাট বিপিএল খেলতে পারলে
আশরাফুল কেনো নয়?
.
.
আশরাফুল অপরাধ করেছিলেন ঠিক তবে সেই
অপরাধটাকে নিজের মুখেই স্বীকার
করেছিলেন জাতির কাছে ক্ষমা
চেয়েছেন অন্য দিকে বলতে গেলে আশরাফুল
থেকে অনেক বড় ভাবে ফিংক্সিং এর সাথে
জড়িত ছিলো পাকিস্তানের আমির,সালমান
বাট,তারা আশরাফুলের মতো অপরাধ স্বীকার
করেনি
এখন মুল কথা হচ্ছে পাকিস্তানের আমিরের
বিপিএল অংশগ্রহন বৈধ কিভাবে হয়?
যেখানে অন্য দেশগুলো নিজেদের
প্লেয়ারদের অপরাধ মাটি চাপা দিতে চায়
সেখানে বিসিবি আমাদের প্লেয়ারদেরকে
সামান্য কোনো কিছুর কারণে ব্যাপক
পর্যায়ে শাস্তি দিয়ে নিজেদের সাধু
ভাবতেছেন
বিসিবি আমাদের প্লেয়ারদের কাজের বৈধ-
অবৈধতা নিয়ে একাধিক পরীক্ষা -নিরীক্ষা
করছে আসলে বিসিবির কার্যক্রম কতটুকু
বৈধ?
.
.
আশরাফুলের বিপিএল অংশ গ্রহণে
আইসিসির নিষেধ নেই,এটা কেবল বিসিবির
নিজস্ব ব্যাপার বিসিবি যদি আমিরকে
বিপিএলে খেলতে দেয় তাহলে আশরাফুল কে
দিবেনা কেন?সে অপরাধ শিকার করেছিলো
বলেই কি তার প্রতি এই ব্যবহার করা হচ্ছে
সকল ক্রিকেট প্রেমিরাই তো আশরাফুলকে
বিপিএলে দেখতে চায়

No comments:

Post a Comment